আজকের সিলেট
শনিবার ৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন থাকবে পুরো সিলেট নগরী
জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর প্রায় সবকটি এলাকায় আগামী শনিবার (১ মে) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেটের নয়াসড়ক এলাকার ১১ কেভি ফিডারের জরুরি মেরামত কাজের জন্য শনিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- আম্বরখানা উপ-কেন্দ্রের ১১ কেভি ফিডারের আওতাধীন আম্বরখানা, দারুসালাম মাদ্রাসা রোড, খাসদসীর, মজুমদারী, সৈয়দ মুগনী, চৌকিদেখী, বাঁশবাড়ী, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, রায় হোসেন গলি, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দর বাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিশত, সুবিদ বাজার, বনকলাপাড়া, শাহী ঈদগাহ, কাজিটুলা, মীরবক্সটুলা, তাঁতিপাড়া, লাক্কাতুরাস্থ বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনীছড়া, আদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেহপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকর ঘাট ইত্যাদি এলাকা সমূহ।