শীর্ষ খবর
প্রবৃদ্ধি কমে গেলেও দেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে
করোনার কারণে প্রবৃদ্ধি কমে গেলেও দেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের জনগণ বারবার আমাদের ভোট দিয়েছে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। আজ আমাদের রিজার্ভ ৩৯.৪০ বিলিয়ন ইউএস ডলার। আমাদের প্রবৃদ্ধি ৮.২ ভাগ টার্গেট করেছিলাম। এপ্রিল পর্যন্ত আমরা এখন ৭.৮ অর্জন করেছিলাম, কিন্তু করোনার কারণে কমে গেছে। এরপরও অর্থনৈতিকভাবে আমরা একটা ভালো অবস্থানে আছি।
তিনি বলেন, আমরা প্রণোদনা দিয়েছি। একশটি অর্থনেতিক অঞ্চল করেছি। সেখানে আমরা বিনিয়োগ করতে চাই। আমরা সুযোগ তৈরি করে দিয়েছি। অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। সেটা যাতে যথাযথভাবে কার্যকর হয় এবং সারা দেশে যে উন্নয়নের কার্যক্রম নিয়েছি সেটা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়- আমাদের দেখতে হবে।
‘জাতির পিতা যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশকে নিয়ে, সেটা পূরণ করতে চাই। ভূমিহীন মানুষকে ভূমি ও গৃহ আমরা করে দেব। কোনো এলাকায় এমন কেউ থাকলে তাদের খুঁজে বের করতে হবে। যাদের ভিটা আছে, ঘর করার টাকা নেই তাদেরও আমরা সহযোগিতা করে যাচ্ছি।’
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে এসব কথা জানান তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের সম্পাদকমণ্ডলীর সভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন হলগুলো সংস্কার করা হবে। একইসঙ্গে সংস্কার করা হবে বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলো। পাবলিক লাইব্রেরিকে ডিজিটাল করে উন্নত করা হবে, যুক্ত হবে ডিজিটাল ব্যবস্থা। আগামী নতুন প্রজন্মের জন্য এগুলো করে যেতে চান বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।