আজকের সিলেট

বিয়ানীবাজারে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ করে মামুন : আদালতে জবানবন্দী

বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজারে এক তরুণীকে বিয়ের কথা বলে ধর্ষণের কথা স্বীকার করেছে ধর্ষক। মঙ্গলবার দুপুরে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক লায়লা মেহেরবানু’র কাছে ওই ধর্ষক ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করে।
এর আগে সোমবার তরুণীকে ধর্ষণের অভিযোগে জকিগঞ্জের বাটশাইল গ্রামের বাসিন্দা মোতাহের আলীর ছেলে মামুন আহমদকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশ। গ্রেফতারকৃত মামুনকে মঙ্গলবার ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়।
তিনি জানান, বিয়ানীবাজার থানার কুড়ারবাজার ইউনিয়নের ১৮ বছরের তরুণীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় ধর্ষক মামুনের। বিয়ের কথা বলে মামুন গত ১৯ আগস্টে ওই তরুণীকে চারখাই থেকে অজ্ঞাত এলাকায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে ২১ আগস্টে চারখাই বাজারে ধর্ষণের শিকার তরুণীকে রেখে যায় মামুন। কিন্তু মামুন ওই তরুণীকে কোন ঠিকানা বলেনি।
শুধু তার নাম বলে আর বিয়ের অভিনয় করে। পরে বিষয়টি ওই তরুণী তার মা-কে জানালে তরুণীর ‘মা’ বিয়ানীবাজার থানায় মামলা দাখিল করেন। মামলা দায়েরের পর থেকে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ধর্ষক মামুনকে গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করেন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ধর্ষক মামুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ধর্ষক মামুন তরুণীকে ধর্ষণের ঘটনাস্থল দেখায় ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

আরও সংবাদ

Close