আজকের সিলেট

খাদিমনগর জাতীয় উদ্যানে ২৫টি তক্ষক অবমুক্ত

সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে ২৫টি তক্ষক।

আজ বুধবার (৪ মার্চ) আদালতের নির্দেশে বনবিভাগ এই তক্ষকগুলো অবমুক্ত করে। এর আগে গত ১ ডিসেম্বর জকিগঞ্জের একটি বাড়ি থেকে ২৮টি তক্ষক উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর পুলিশ বাদী হয়ে মামলা করলে আদালত তক্ষকগুলো বনবিভাগের মাধ্যমে জাতীয় উদ্যানে অবমুক্ত করার নির্দেশ দেয়।

বনবিভাগের সিলেটের রেঞ্জার ইসলাম উদ্দিন জানান, আদালতের নির্দেশের প্রেক্ষিতে বুধবার সকালে জকিগঞ্জ থানা থেকে তক্ষকগুলো নিয়ে আসা হয়। এরপর বিকেলে খাদিম জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

তিনি বলেন, পুলিশ ২৮টি তক্ষক উদ্ধার করলেও ৩টি মারা যায়। ফলে আমরা আজ ২৫টি অবমুক্ত করেছি।

আরও সংবাদ

Close