শীর্ষ খবরহবিগঞ্জ

হবিগঞ্জে সরকারি জমির দখল নিতে দু’পক্ষের সংঘর্ষ : আহত ৪০

হবিগঞ্জের লাখাইয়ে খাস জমির দখল নিয়ে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভরপূর্ণি গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, ভরপূর্ণি গ্রামের আজিজ মিয়া এবং আকরাম আলীর মধ্যে কিছু সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার দুপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করেন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় ২০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ওই গ্রামের আজিজ মিয়া ও আকরাম আলী গংদের মধ্যে একটি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আরও সংবাদ

Close