আজকের সিলেটহবিগঞ্জ

বাকি জীবন দেশের মানুষের পাশে থাকা হলোনা চুনারুঘাটের দুবাই প্রবাসীর

“আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমি বিগত ত্রিশ বছর যাবত প্রবাসে ছিলাম। তাই আমি আপনাদের সুখে দু:খে থাকতে পারি নাই। এখন যদি আপনারা আমাকে সুযোগ দেন, আমি বাকি জীবনটা আপনাদের পাশে থাকতে চাই।

ইনশাআল্লাহ আমি এক মাস বা দেড় মাসের মধ্যে বাড়িতে আসতেছি, আমার জন্য দোয়া করবেন। আমি যদি ভুলত্রুটি করে থাকি আমাকে সবাই ক্ষমা করবেন” গত ৫ নভেম্বর ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার ঠিক এক মাসের মাথায় ২৮ নভেম্বর তিনি দুবাই সারজা শহরে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন।

মঙ্গলবার ভোররাতে দুবাই থেকে দেশে এসে পৌঁছে তার লাশ। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশিরি গ্রামের প্রবাসী আব্দুল গফুর। তার ইচ্ছা ছিল তিনি দেশে এসে ইউনিয়ন পরিষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন।

বিগত ৭ মাস করোনার সময়ে তিনি প্রবাস থেকেও লক্ষ লক্ষ টাকা অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। করোনার সময় দেশে এসে গ্রামের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। গ্রামের শতশত মানুষকে দিয়েছেন নলকুপসহ বিভিন্ন সুবিধা।

আরও সংবাদ

Close