শীর্ষ খবর

আহমদ শফিকে ‘হত্যা’র অভিযোগে মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ আল্লামা আহমদ শফির শ্যালক মাইনুদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

আর আদালত বিষয়টি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ।

এর আগে আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান হেফাজতের ইসলামের একাংশের নেতারা। তারা আহমদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।

গতকাল ১৬ ডিসেম্বর একটি আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সংগঠনের সাবেক যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘আহমদ শফির মৃত্যু স্বাভাবিক নয়।’

এদিন সংগঠনটির সাবেক আরেক যুগ্ম মহাসচিব মাইনুদ্দীন রুহী অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবে আল্লামা আহমদ শফিকে হত্যা করা হয়েছে।’

আরও সংবাদ

Close