আজকের সিলেটআন্তর্জাতিকপ্রবাসসুনামগঞ্জ

প্রথমবারেই জয় সুনামগঞ্জের আফসানার

প্রথমবারেই ‍বৃটিশ পার্লামেন্টে ঠাই করে নিলেন সিলেটের সুনামগঞ্জের আফসানা বেগম। বাংলাদেশে তার আদি ঠিকানা জগন্নাথপুরে। প্রথমবার তিনি বিরোধী দল লেবারের প্রার্থী হয়ে পার্লামেন্ট নির্বাচন করেন। আর প্রথমবারেই জয়।

তিনি পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউজ আসন থেকে এমপি নির্বাচিত হলেন। এ আসন থেকে আফসানা পেয়েছেন ৩৮ হাজার ৬৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী শন ওক।

তিনি পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট। ফলে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন আফসানা বেগম। তার নির্বাচনী এলাকা অ্যান্ড লাইমহাউজ পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকা। এটি লেবার দলের নিরাপদ আসন হিসেবে পরিচিত। এ আসনে প্রায় দুই দশক এমপি ছিলেন লেবার দলের জিম ফিটজপেট্রিক।

কিন্তু রাজনীতি থেকে তিনি অবসরে যাওয়ার ঘোষণা দেন এ বছরের শুরতে। তার স্থানে উঠে আসেন আফসানা বেগম। অনেকটা চমক জাগিয়ে লেবার দলের মনোনয়ন কেড়ে নেন রাজনীতিতে অপেক্ষাকৃত তরুণ বাঙালি কন্যা আফসানা বেগম।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আবাসন বিভাগে কর্মরত আফসানা বেগম লেবার পার্টির টাওয়ার হ্যামলেটস শাখার সহ সভাপতি। তিনি লেবার দলের লন্ডন রিজিয়ন শাখার সদস্য। আফসানার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসেই।

আরও সংবাদ

Close