আজকের সিলেটমৌলভীবাজার
বিষাক্ত পটকা মাছে মৌলভীবাজারে বৌ-শাশুড়ির মৃত্যু
বিষাক্ত পটকা মাছ খেয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে। এছাড়াও একই ঘটনায় ওই বাড়ির আরও এক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৩ ডিসেম্বর) রাতে শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম ও তার পুত্রবধু নুরুননাহার। এছাড়াও নুরুন্নাহারের ছেলে নাঈম (৮) গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়ে রাতেই শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্রীমঙ্গল থানার এসআই ফরিদ উদ্দিন গণমাধ্যমকে জানান, পরীক্ষা-নিরীক্ষার জন্য রান্না করা মাছ জব্ধ করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজর ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।