শীর্ষ খবর

৪২ বিশিষ্ট নাগরিকের অভিযোগ উদ্দেশ্যমূলক : সিইসি

আর্থিক অনিয়ম ও দুর্নীতি নিয়ে ৪২ বিশিষ্ট নাগরিকের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

কে এম নূরুল হুদা বলেন, অসত্য তথ্যের ভিত্তিতে ইসির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ‘ইসির নিয়োগ-প্রক্রিয়া ছিল শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়নি।’

সিইসি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই ৪ কোটি ৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ করা হয়েছে। ‘এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।’

সম্প্রতি দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিবৃতি দিয়েছেন এবং রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন। তারা ইসির বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনেছেন।

আরও সংবাদ

Close