সারা বাংলা

এইচএসসি পরীক্ষার ফল শিগগির

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার বই উৎসবসহ শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিষয় নিয়ে মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের সব শিক্ষার্থীকে পাস করানোর বিষয়ে অধ্যাদেশ জারি করা হবে।

ফল প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘এই ফলাফল আমাদের তৈরি করা রয়েছে। আগামী বছর জানুয়ারিতে এই অধ্যাদেশ জারির পরিকল্পনা রয়েছে। এটা হলেই আমরা এই ফল প্রকাশ করতে পারব।’

এ বছরের ২২ মার্চ এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটি প্রথমে স্থগিত হয়। পরে পরীক্ষাই আর হয়নি।

এবার এইচএসসি ও সমমানে নিয়মিত পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। আগে উত্তীর্ণ হয়ে ভালো ফলের জন্য পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল আরও এক লাখ ৬৭ হাজার ২৭ জনের।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close