আজকের সিলেট

মহাজনপট্টি এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিলেট নগরীর মহাজনপট্টি এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ১৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃতের নাম রতন পাল (২৪)। সে সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারের পাগলার (সুত্ত মধ্যমপাড়া) রঞ্জিত পালের ছেলে।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয়দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে মহাজনপট্টিতে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গলির নিজ রাজ ক্রোকারীজ নামীয় দোকানের সামনে অভিযান চালিয়ে রতন পালকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নগরীর কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকাসহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে সে বিক্রি করে থাকে।

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে জানায় পুলিশ।

আরও সংবাদ

Close