আজকের সিলেট

‘১০ হাজারের লাগি তোরা মানুষ মারিস রে’ : ‘আমি মারি নাই ভাই’

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত সাময়িক বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে সীমন্ত এলাকা থেকে ভারতীয় খাসিয়রা আটক করে স্থানীয় বাংলাদেশিদের কাছে তুলে দেয়। পরে বিজিবির মাধ্যমে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ডনা বস্তির ভারতীয় খাসিয়ারা আকবরকে কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল।

খাসিয়াদের ধারণ করা একটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, তাকে বরখাস্ত করা হয়েছে। গ্রেফতার করা হতে পারে সেজন্য তিনি ভারতে আশ্রয় নেন। দুই মাস পরে পরিবেশ শান্ত হলে তাকে ফিরতে বলা হয়। এসময় খাসিয়াদের বলতে শোনা যায়, ‘১০ হাজারের লাগি তোরা মানুষ মারিস রে।’ উত্তরে তিনি বলেন, ‘আমি মারি নাই ভাই।’

অপর একটি ভিডিওতে আকবর বলেন, আমি তাকে মারি নি। না মারলে ভেগেছেন কেন খাসিয়াদের এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি অন্য কোন কারনে ভাগিনাই। বলছে ২ মাস পর পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। নাইলে আমাকে গ্রেফতার করে ফেলবে। তাই ভেগেছি।’

অপর একটি ভিডিওতে এসআই আকবরকে কান্না করতে দেখা যায়, সেখানে তিনি হিন্দিতে বলছেন, মুঝে জান ভিক্ষা দে মেরা ভাই’।

রায়হান হত্যার দু’দিন পর গা ঢাকা দেন এসআই আকবর। পালিয়ে যান ভারতে। ঘটনার ২৮ দিনের মাথায় সোমবার সকালে ভারতের ডনা বস্তির খাসিয়ারা ভারতের অভ্যন্তর থেকে এসআই আকবরকে আটক করে। রোববার রাতে তাকে আটক করে বেধে রাখা হয়েছিল বলে একটি সূত্র জানিয়েছে। সোমবার দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী ডনা এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কাছে খাসিয়ারা তাকে তুলে দেয়। বিকেল ৩ টার দিকে তাকে কানাইঘাট থানায় নিয়ে আসা হয়েছে।

আরও সংবাদ

Close