শীর্ষ খবর

মুসল্লী ১০ জনই, ছবি তুলার মানুষ বেশি

নভেল করোনাভাইরাসের (কোভিড-১০) সংক্রমণের সময়ে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনায় ১০ জন নিয়েই জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ শুক্রবার জুমার নামাজ ১০ জনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। তবে এতে মুসল্লিদের চেয়ে সংবাদকর্মীদের ভিড় ছিলো বেশি। ১০ মিলে জুমার নামাজ আদায়ের ছবি তুলতে অনেক সংবাদকর্মী জাতীয় মসজিদে হাজির হন। তাদের গাদাগাদি করে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

গত ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভয়ানক করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ছাড়া অন্য সব মুসল্লিরা নিজ নিজ বাসায় নামাজ আদায় করবেন। জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ করবেন।

আরও সংবাদ

Close