আজকের সিলেট

ফের পেছালো অনন্ত বিজয় হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

ফের পিছিয়েছে অনন্ত বিজয় দাশ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ।

আজ রোববার মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও কোনো সাক্ষীকে আদালতে হাজির করেনি পুলিশ।

অনন্ত হত্যা মামলার একাধিক আসামী ড. অভিজিৎ রায় হত্যা মামলার শুনানিতে ঢাকায় থাকায় তাদের রোববার সিলেট আদালতে হাজির করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ফলে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেন সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা।

মামলার ২৯ জনকে সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে নানা অযুহাতে বারবার পিছিয়ে যাচ্ছে সাক্ষ্যগ্রহণের তারিখ।

এদিকে নির্ধারিত তারিখে আসামীদের আদালতে হাজির না করা ও সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবীরা।

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে কর্মস্থলে যাওয়ার পথে নগরীর সুবিদবাজারের নিজ বাসার সমানে কুপিয়ে  খুন করা হয় অনন্ত বিজয় দাশকে।

এ ঘটনায় অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে নগরীর বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে মান্নান ইয়াহিয়া, আবুল খয়ের রশিদ আহমদ, শফিউর রহমান ফারাবী, আবুল হোসেন, ফয়সল আহমদ, হারুন অর রশিদকে অভিযুক্ত করে চার্জশীট দেয় পুলিশ। এদের মধ্যে মান্না ইয়াহিয়া কারাগারে আটক অবস্থায় মারা যান। বর্তমানে আবুল খয়ের রশিদ আহমদ ও শফিউর রহমান ফারাবী কারাগারে আটক এবং অপর আসামিরা শুরু থেকেই পলাতক রয়েছেন।

আরও সংবাদ

Close