আজকের সিলেট

সিলেটে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

নগরবাসীর জানমালের নিরাপত্তা ও দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়কের জন্য দ্রুত বাইপাস সড়কের দাবিতে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর চৌকিদেখী থেকে খাসদবীর পর্যন্ত রাস্তার দুই পাশে নগরীর হাজার হাজার জনসাধারণ, সামাজিক সংগঠন এবং জনপ্রতিনিধিরা এ অংশ নেন।

সিলেট নগরী নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক হুমায়ুন আহমেদ মাসুকের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট নগরীর নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, সংরক্ষিত ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর এডভোকেট কুলসুমা বেগম পপি, ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবু নসর বকুল, এডভোকেট সাহারাজ আহমদ, মুরব্বী সমেদ মিয়া, লুৎফুর রহমান চৌধুরী, শহীদুল ইসলাম মামুন, কবির আহমদ ওভাব, জি.ডি রুমু, পুলিশ নির্যাতনে নিহত রায়হানের মা সালমা খাতুন, খন্দকার ফায়েকুজ্জামান, সোহরাব আহমদ পবলু, মাওলানা লিয়াকত উল্লাহ, শ্রমিক নেতা আবুল হোসেন খান, লুৎফুর রহমান, মাওলানা এনামুল হক জালালাবাদী, সাহেদ আহমদ চমন প্রমুখ।

মানববন্ধনে সিলেট নগরীর বিভিন্ন এলাকার সামাজিক সংগঠন একাত্বতা প্রকাশ করে যোগদেন রংধুন সমাজ কল্যাণ সংস্থা, আর.এম.এস ক্রীড়া সংস্থা, সেতু বন্ধন সমাজ কল্যাণ সংস্থা, পুষ্পাঞ্জলি সংঘ, তেপান্তর সমাজ কল্যাণ সংস্থা, একতা যুব সংঘ, সৈয়দ মুগনী তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা, পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা, উদয়ন তরুণ সংঘ, রায় হোসেন কলবাখানী সমাজ কল্যাণ সংস্থা, ৬নং সমাজ কল্যাণ সংস্থা, চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি, ৬নং সড়ক পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সংস্থা, ব্লাড সোলজার সোসাইটি, স্বপ্ন পূরণ ব্লাড ফাইটার্স, আনোয়ার মতিন প্রী ক্যাডেট একাডেমী, শাহপরাণ প্রী ক্যাডেট একাডেমী, হেল্পিং হ্যান্ডস চ্যারিটি সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সংগঠনের সমূহের সকল সদস্যবৃন্দ। এছাড়াও নগরীর গন্যমান্য ব্যক্তিবর্গ, নারী, পুরুষ, যুব সমাজ, ছাত্র সমাজ সহ সর্বস্তরের জন সাধারণ উপস্থিত ছিলেন। মানববন্ধনের শুরুতে নগরীর বিভিন্ন সামাজিক সংগঠন সমূহ মিছিল সহকারে যোগ দেন। মাওলানা মাহমুদুল হাসানের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে মানববন্ধন শুরু হয়।

আরও সংবাদ

Close