আজকের সিলেট
করোনা সন্দেহে সিলেটের এক ব্যক্তির নমুনা ঢাকায়
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেটের এক ব্যক্তির শরীরের প্রয়োজনীয় নমুনা (স্যাম্পল) ঢাকায় পাঠানো হয়েছে।
সেখানে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) এই নমুনা পরীক্ষা করা হবে।
জানা যায়, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে তার রক্ত, ঘাম ও মুখের লালার নমুনা বুধবার (২৫ মার্চ) দুপুরে আইইডিসিআরে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা শেষে দু-একদিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।
ডা. আনিসুর রহমান জানান, আইইডিসিআর সিলেটে একজন প্রশিক্ষিত ব্যক্তিকে সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহের দায়িত্ব দিয়েছে। তিনিই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে থাকা ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন। পরে সিভিল সার্জনের মাধ্যমে সেই নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।