শীর্ষ খবর

প্রস্তুত জাতীয় ঈদগাহ

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

ইতোমধ্যে পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ৫ হাজার নারীসহ প্রায় ১ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন জাতীয় ঈদগাহে। অজু করার ব্যবস্থা, টয়লেট, মেডিক্যাল টিমসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ। জাতীয় ঈদগাহ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রী, এমপি, মেয়র, কূটনীতিকসহ সব শ্রেণি-পেশার মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ ইমাম মুফতি মিজানুর রহমান।

জাতীয় ঈদগাহে নারী মসুল্লিদের জন্য মাঠের দক্ষিণ পাশে পর্দা দিয়ে আলাদা ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৫ হাজার নারী এখানে নামাজ আদায় করতে পারবেন। কূটনৈতিক মিশনের সদস্য ও তাদের স্ত্রীদের নামাজের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

ঈদ জামাতের সর্বশেষ প্রস্তুতি দেখতে রোববার জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, ‘ঈদগাহে কমবেশি ১ লাখ মুসল্লি নামাজ আদায় করবেন। যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।’

আরও সংবাদ

Close