শীর্ষ খবর

রোহিঙ্গা শিবিরে বন্ধ থ্রি-জি ও ফোর-জি

কক্সবাজারে টেকনাফ ও উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবির এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে মোবাইল ইন্টারনেটের থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে অপারেটররা এ পদক্ষেপ নিয়েছে।

এর আগে ২ সেপ্টেম্বর দেশের সব মোবাইল ফোন অপারেটরকে সাত দিনের মধ্যে রোহিঙ্গা শিবিরে সব ধরনের সিমকার্ড বিক্রি ও মোবাইল ফোন সেবা বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান ইউএনবি ‘কে বলেন, “থ্রি-জি ও ফোর-জি ডাটা বন্ধ করতে সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে বিটিআরসি সব অপারেটরকে চিঠি দেয়। সে অনুযায়ী মঙ্গলবার থেকে টেকনাফ ও উখিয়া উপজেলায় থ্রি-জি ও ফোর-জি বন্ধ করা হয়েছে।”

তিনি জানান, “রোহিঙ্গারা যে এলাকায় থাকে সেখানে আগে বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ করার জন্য অপারেটরদের বলা হয়েছিল। তবে এখন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় এ সেবা বন্ধ থাকবে।”

রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বিটিআরসির দেওয়া নির্দেশনার ফলে টেকনাফ ও উখিয়ার গ্রাহকরা শুধু মোবাইল ফোনে কথা বলতে পারবেন, কিন্তু ইন্টারনেট সেবা পাবেন না বলে উল্লেখ করেন জাকির হোসেন।

আরও সংবাদ

Close