শীর্ষ খবর

‘আহমদ শফীকে হত্যা করা হয়েছে’ : দাবি শ্যালকের

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে ‘পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’ দাবি করে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন তার শ্যালক মো. মঈন উদ্দিন। আল্লামা শফীর স্ত্রী বিবি ফিরোজা বেগমের পক্ষ থেকে তিনি এ দাবি তুলে ধরেছেন বলে জানিয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মইন উদ্দিন এ দাবি করেন। ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’র ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে লিখিত বক্তব্যে মঈন উদ্দিন বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফীকে গত ১৮ সেপ্টেম্বর পাকিস্তানের দোসর জামায়াত-শিবিরের প্রেতাত্মারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। হযরতের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি সমাধান না করে কাউন্সিলের মাধ্যমে হুজুরের হাতে গড়া অরাজনৈতিক কওমি সংগঠনকে পরিকল্পিতভাবে জামায়াত-শিবির ও বিএনপির হাতে তুলে দেয়া হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মইনুদ্দিন রুহিসহ সংগঠনের চট্টগ্রাম নগরের বেশ কয়েকজন নেতা।

আরও সংবাদ

Close