আজকের সিলেট

গোয়াইনঘাটে যুবক খুন : গ্রেপ্তার ২

সিলেটের গোয়াইনঘাটের ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরও এক জন।

সন্ত্রাসী হামলায় নিহত যুবকের নাম আশিকুর রহমান (২৪)। তিনি উপজেলার হাতিরখাল গ্রামের ফখর উদ্দিনের ছেলে।

জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় স্থানীয় মাতুরতল বাজার থেকে বাড়ী যাওয়ার পথে অতর্কিত হামলার শিকার হন আশিক উদ্দিন ও শামছুদ্দিন আহমদ। আহতদের উদ্ধার করে স্থানীয়রা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তাদের স্বাস্থ্যের অবনতি ঘটলে থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ তাদেরকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানো চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় মারা যায় আশিকুর রহমান।

আহত শামছুদ্দিনও আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসী হামলায় দুই যুবক আহতের খবরে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশ। থানার এস আই যীশু দত্ত, এস আই আতিকুজ্জামান জুনেল ও এএসআই মশিউর রহমানসহ পুলিশ কর্মকর্তারা।

এ ঘটনায় অভিযান চালিয়ে ঘটনার সাথে সরাসরি জড়িত একই গ্রামের মৃত আব্দুস সালাম এর পুত্র শামীম আহমদ (৩৩) ও আব্দুর রহমানের পুত্র শাহাব উদ্দিন (৩২) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।

এদিকে ঘটনার পর থানার ওসি আব্দুল আহাদের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত, এসআই জুনেল ও এএসআই মশিউর রহমান। পরে রাতে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শামীম আহমদ (৩৩) ও আব্দুর রহমানের ছেলে শাহাব উদ্দিনকে (৩২) গ্রেফতার করে পুলিশ।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে, আজ বৃহস্পতিবার সকালে নিহতের বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনা দেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম।

এ খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন অনেকেই।

আরও সংবাদ

Close