শীর্ষ খবর

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ১০ জনের ফাঁসি বহাল

গোপালগঞ্জের কোটালিপাড়ায় বোমা পুঁতে রেখে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া তিন আসামির বিভিন্ন মেয়াদে সাজা বহাল রেখে একজনকে খালাস দেয়া হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ওয়াসিম আকতার, রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম, ইউসুফ ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই ও মাওলানা আবদুর রউফ ওরফে আবু ওমর।

এর আগে পহেলা ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড পাওয়া ১০ আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করে রায়ের দিন ঠিক করা হয়।

কোটালিপাড়া শেখ লুৎফর রহমান আর্দশ কলেজ মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশেই ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। যা পরে উদ্ধার করা হয়।

এ ঘটনায় হরকাতুল জিহাদ নেতা জঙ্গি মুফতি হান্নানকে প্রধান আসামি করে দুটি মামলা করা হয়। মামলার বিচারিক কাজ শেষ করে ২০১৭ সালের ২০ আগস্ট হরকাতুল জিহাদের দশ জঙ্গিকে মৃত্যুদণ্ডের রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

আরও সংবাদ

Close