প্রবাস

ইষ্টহ্যান্ডসের ফুড ব্যাংকে যুক্ত হলো দ্যা আলবার্ট হান্ট ট্রাষ্ট

করোনাভাইরাস আক্রান্ত পরিবার ও গৃহহীন মানুষের খাদ্য সহায়তার জন্য দাতব্য সংস্থা ইষ্টহ্যান্ডস-এর খাদ্য ভাণ্ডার বা ‘ফুড ব্যাংক’ কার্যক্রমের সাথে যুক্ত হলো দ্যা আলবার্ট হান্ট ট্রাষ্ট, যেটি ১৯৭৯ সাল থেকে কাজ করে আসছে।

ইষ্টহ্যান্ডস করোনা মহামারীর পরই যুক্তরাজ্য, বাংলাদেশ ও আফ্রিকায় বেশ কিছু সহায়তা কর্মসূচি শুরু করেছেI এরই মধ্যে বাংলাদেশে ৩ শতাধিক পরিবারকে, বিশেষ করে অন্ধ ও শারীরিক অক্ষমদের, খাদ্য সহায়তা দিয়েছে। আফ্রিকায় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি কয়েকটি পরিবারের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করেছে সংস্থাটি।

ইষ্টহ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, পূর্ব লন্ডনের শ্যাডওয়েলে নিজস্ব ফুড ব্যাংক থেকে তারা গত ৫ মাস ধরে সহায়তা দিয়ে আসছেন। প্রতি মাসে ২০টি পরিবার সেখান থেকে নিয়মিত খাদ্য সহায়তা পাচ্ছে। আমরা আনন্দিত যে এই কার্যক্রমে অনুদান দিয়ে যুক্ত হয়েছে মূলধারার চ্যারিটি দ্যা আলবার্ট হান্ট ট্রাষ্ট। এই অনুদান ইষ্টহ্যান্ডসকে আরো বেশী মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করবে।

আরও সংবাদ

Close