
সমর্থকরা আশায় বুক বেধেছিলেন, এই ১৫৫ রানও যথেষ্ট হবে বাংলাদেশের জন্য। বোলাররা সেটাই প্রমাণ করলেন। বিশেষ করে নাসুম আহমেদ। অসাধারণ বোলিং করলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। বোলারদের অসাধারণ বোলিংয়ে আফগানিস্তানকে ১৭.৪ ওভারে মাত্র ৯৪ রানেই বেধে ফেললো বাংলাদেশ। সে সঙ্গে জয় এলো ৬১ রানের বড় ব্যবধানে।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশের স্পিন আক্রমণে দিশেহারা আফগানিস্তান ৯৪ রানে গুটিয়ে যায়।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৬১ রানে আফগানিস্তানকে হারিয়ে সিরিজে দারুণ শুরু করেছে টাইগাররা।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশের স্পিন আক্রমণে দিশেহারা আফগানিস্তান ৯৪ রানে গুটিয়ে যায়।
দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে গিয়ে গেল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শনিবার।