শীর্ষ খবর

কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ : সেনা মোতায়েন

কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ করেছে ইতালি থেকে দেশে ফেরা ১৪২ বাংলাদেশি।

শনিবার (১৪ মার্চ) দুপুরে তাদের বিমানবন্দর থেকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে নেওয়া হলে পুলিশকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বেশি কিছু প্রবাসী।

এক প্রত্যক্ষদর্শী জানান, হজ ক্যাম্পের প্রধান গেটে এসে বিক্ষোভ ও গেট ধাক্কাধাক্কি করে বের হওয়ার চেষ্টা করেন অনেক প্রবাসী। এসময় তারা প্রশাসনের অবহেলার বিরুদ্ধে স্লোগান দেন।

এসময় এক প্রবাসী বলেন, ‘আমরা ইতালিতে একবার টেস্ট করে এসেছি। শাহজালাল বিমানবন্দরে আমাদের মধ্যে কোনো উপসর্গ ছিল না। এরপরও কেন আমাদের কোয়ারেন্টাইনে রাখা হলো এটা বুঝতে পারছি না।’

বিক্ষোভ শুরুর ১০ মিনিটের মধ্যেই প্রবাসীদের সেখান থেকে সরিয়ে নেয় পুলিশ।

এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিক্ষোভের একটি ভিডিও ছড়িয়ে গেছে। সেখানে এক প্রবাসীকে অকথ্য ভাষায় গালাগালি করতে দেখা যাচ্ছে। যা নিয়ে বইছে নিন্দার ঝড়।

এদিকে, এমন পরিস্থিতিতে হজ ক্যাম্পে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ইতালিফেরতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় শনিবার সন্ধ্যায় সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আরও সংবাদ

Close