আজকের সিলেটহবিগঞ্জ

হবিগঞ্জে স্কুলছাত্রীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

হবিগঞ্জে এক স্কুলছাত্রীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার ভোরে জেলার বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত মারজানা আক্তার (১৬) মোস্তফা মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী।

 জানা যায়, বুধবার ভোরে একদল দুর্বৃত্ত মারজানা আক্তারের ঘরে ঢোকে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। সকালে বাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। বাড়ি ও আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হলে তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও সংবাদ

Close