আজকের সিলেট

সিলেট-৩ আসনের উপ-নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হতে পারে কাল

সিলেট-৩ আসনসহ স্থগিত হওয়া ১০টি উপ-নির্বাচন এবং ১৬৭টি নির্বাচন নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক থেকে নির্বাচনের পরবর্তী তারিখ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

সোমবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ইসির সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে ৮৪-তম ‘কমিশন’ বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, বৈঠক থেকে প্রথম ধাপে স্থগিত থাকা ১৬৭টি ইউপির নির্বাচন, সিলেট-৩ আসনের উপ-নির্বাচন ও নয়টি পৌরসভার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। এক্ষেত্রে সেপ্টম্বরের প্রথম সপ্তাহেই ভোট হতে পারে।

এছাড়া দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন, কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের প্রক্রিয়া হাতে নেওয়ার বিষয়ে আলোচনা হবে। তবে এসব নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় থাকায় করোনা পরিস্থিতি উন্নতির ওপর নির্ভর করে ভোটের সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও সংবাদ

Close