আজকের সিলেট

আম্বরখানায় গাড়ি আটকিয়ে লকডাউন বাস্তবায়ন করছে পুলিশ : পাশে জেলাপির দোকানে ভিড়!

সিলেটের সাধারণ মানুষের মধ্যে লকাডাউনের তেমন একটা প্রভাব পড়েনি। লোকজন মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন, মানছেন না সামাজিক দূরত্ব। বিভিন্ন পাড়া মহল্লার অলিতে গলিতে আড্ডায় রত উঠতি যুবকরা। বিনা কারনে ঘর থেকে বের হচ্ছেন অনেকে।

করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউনের ২য় দিনে সিলেটের এমন চিত্র। আজ বৃহস্পতিবার দিনভর নগরীর বিভিন্ন স্থান ঘুরে এমন দৃশ্য দেখা গেছে, বিভিন্ন অলি গলিতে দোকানপাট খোলা রয়েছে। স্থানে স্থানে আড্ডায় রত উঠতি যুবকরা। কারো মুখেই মাস্ক নেই। অনেককে বাইরে আসার কারণ জিজ্ঞেস করলে কোন উত্তর দিতে পারেননি।

বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে দেখা যায়, কয়েকজন পুলিশ লকাডাউন বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন। এসময় তারা রিকশা, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল ঘুরিয়ে দেন। আরেকটি গাড়িতে করে টহল দিতে দেখা যায়। এসময় মাইকে মাস্ক পড়াসহ বিভিন্ন সতর্কতামূলক কথা বলতে শোনা গেছে। কিন্তু কিছুতেই যেন কাজ হচ্ছে না। আম্বরখানা পয়েন্টের জিলাপির দোকানগুলোতে উপচে পড়া ভিড়। সন্ধ্যার আগেই ভিড় করেছেন ইফতারের জন্য জেলাপিসহ অন্যান্য খাবার কিনতে।

করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউন মানছেন না সিলেটের অনেক ব্যবসায়ী। দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও দিব্বি চলছে ব্যবসা। শুধু তাই নয় ক্রেতা-বিক্রেতাদের বেশিরভাগই মানছেননা কোন স্বাস্থ্যবিধি। মুখে মাস্ক নেই, নূন্যতম দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি কাউকে।

পুলিশ এলে তড়িঘরি করে দোকানের সাটার বন্ধ করছেন ব্যবসায়ীরা। ক্রেতারা দোকানের ভেতরেই রয়ে যাচ্ছেন। রাস্তার পাশে ফুটপাতে বসা ক্ষুদ্র ব্যবসায়ীরা কাপড় দিয়ে পণ্য ঢেকে সটকে পড়ছেন। পুলিশের গাড়ি চলে যাওয়ার পরপরই আবার তারা ব্যবসা খুলে বসেন। এ যেন লকডাউন নয় পুলিশ পুলিশ খেলা।

আরও সংবাদ

Close