আন্তর্জাতিকশীর্ষ খবর

ভারতের ভ্যারিয়েন্ট বাংলাদেশে ঢুকলে পরিস্থিতি হবে ভয়াবহ

ভারতের ডাবল ভ্যারিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যেন দেশে না ঢুকে, সে জন্য সতর্ক থাকতে হবে। এমনটি বলছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, প্রতিবেশী দেশ ভারতের ডাবল ভ্যারিয়েন্টে সংক্রমণ ও মৃত্যুর হার আগের তুলনায় বেশি পরিলক্ষিত হচ্ছে। যেহেতু ভারত একেবারেই কাছের দেশ, বর্ডারগুলোও সীমিতভাবে চালু রয়েছে, স্থলবন্দর দিয়ে যাতায়াতও রয়েছে, তাই দেশে এই ভ্যারিয়েন্ট আসতে বেশি দেরি লাগবে না। এসে পড়লে পরিস্থিতি ভয়ানক হবে। ভারতের এই স্ট্রেইন যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সিলেটের ছয়টি স্থলবন্দরে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

একইসাথে ভারত থেকে আটকে পড়া কোনো বাংলাদেশি নাগরিক স্থলবন্দর দিয়ে ফিরলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করারও নির্দেশনা দেয়া হয়েছে।

আরও সংবাদ

Close