সারা বাংলা

ভারতফেরত ৩ বাংলাদেশীর করোনা শনাক্ত

করোনার নতুন সংক্রমণ ভারতীয় ভেরিয়্যান্ট রোধে বাংলাদেশ সরকার দুই দেশের মধ্যে স্থলপথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত রোধে ১৪ দিন ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। তবে দূতাবাসের ছাড়পত্র নিয়ে প্রথম দিন থেকেই দেশে ফিরছেন ভারতে আটকেপড়া যাত্রীরা।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আপাতত দুই দেশের মধ্যে অবস্থানরত যাত্রীরা ফিরলেও নতুন করে এ পথে কোনো পাসপোর্টধারীর যাতায়াত বন্ধ রয়েছে।

নিষেধাজ্ঞার শুরুতে গত ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল সকাল পর্যন্ত ভারত থেকে দেশে ফিরেছেন ৪৩৯ জন বাংলাদেশি। বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন দেশটির ৬৭ জন নাগরিক।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার উৎপলা বিশ্বাস বলেন, ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্ত ছিল ৩ জন। তাদের রাখা হয়েছে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে। এ ছাড়া বাকিদের বেনাপোল পৌর এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

তবে, প্রশাসনিক তদারকি জোরদার না হওয়ায় যাত্রীরা হোটেল থেকে বের হয়ে স্থানীয় বাজার এলাকায় অবাধে চলাফেরা করছেন। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা স্থানীয়দের।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close