আন্তর্জাতিক

চীনে এবার হানতাভাইরাসের হানা : একজনের মৃত্যু

চীনে এবার হানতাভাইরাসে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক টুইটে এ তথ্য জানিয়েছে।

মূলত ইঁদুর থেকে ছড়ায় এই হানতাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে ক্লান্তি, জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা, মাথাব্যথা, চোখে ঝাপসা দেখা ও পেটের সমস্যা দেখা দেয়। এটি বায়ুবাহিত নয়। তবে ইঁদুরের মূত্র, মল ও লালার সংস্পর্শে আসলে এবং আক্রান্ত প্রাণীর কামড়ে এই ভাইরাসের সংক্রমণ হয়।

গ্লোবাল টাইমস জানিয়েছে, মৃত ব্যক্তি চীনের ইউনান প্রদেশের বাসিন্দা। গত সোমবার তিনি বাসে করে শ্যানডং প্রদেশে যাচ্ছিলেন। বাসেই তার মৃত্যু হয়। বাসের অন্য ৩২ যাত্রীরও নমুনা পরীক্ষা করা হচ্ছে।

আরও সংবাদ

Close