শীর্ষ খবর

রোজিনার মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে সিলেটজুড়ে মানববন্ধন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনার প্রতিবাদে সিলেট জুড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকরা আজ বুধবার পৃথক পৃথক মানববন্ধন করেন।

এসব মানববন্ধন থেকে বক্তারা বলেন, সরকার একদিকে তথ্যের অবাধ ব্যবহার ও প্রাপ্তির জন্য তথ্য অধিকার আইন করছে। সুশাসন নিশ্চিতের জন্য শুদ্ধাচার কৌশল অবলম্বন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। অন্যদিকে সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি করতে ছাড় দিয়ে রেখেছে। আর তাদের দুর্নীতি যখনই সাংবাদিকরা প্রকাশ করেন তখন তাদের হেনস্তা করতো উঠে পড়ে লাগেন আমলারা। মামলা, হামলা, চুরির অপবাদ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করেন না তারা।

বক্তারা বলেন, দেশ আজ উল্টো পথে পরিচালিত হচ্ছে। তা না হলে যেখানে দুর্নীতিবাজদের শাস্তি হওয়ার কথা সেখানে আজ যিনি দুর্নীতি জনগণের সামনে প্রকাশ করছেন তার শাস্তি হচ্ছে। এসব চিত্র দেখার পরও সরকারের নিশ্চুপ ভূমিকা সুশাসনকে প্রশ্নবিদ্ধ করছে।

মানববন্ধনে বক্তারা রোজিনা ইসলামকে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে রোজিনা ইসলামকে নির্যাতনকারীসহ স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবি জানান। সেইসাথে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবী জানান।

সিলেট: বুধবার (১৯ মে) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলা সিলেটের সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজাদ। ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় শুরুতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি-১ মঈন উদ্দিন।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন- সিলেট সাংবাদিক ইউনিয়নের আহবায়ক লিয়াকত শাহ ফরিদী, সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সিনিয়র সাংবাদিক আজকের সিলেট’র সম্পাদক রেজওয়ান আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি-২ এস. সুটন সিংহ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেটের সদস্য, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার গোলজার আহমদ ও এটিএন বাংলা ইউকে সিলেট বিভাগীয় প্রতিনিধি শফিকুল ইসলাম শফি প্রমুখ।

অবস্থান কর্মূসূচিতে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মহসীন, ফয়সল আহমদ বাবলু, মতিউল বারী চৌধুরী, উজ্জ্বল মেহেদী, মামুন হাসান, শাব্বীর আহমদ ফয়েজ, সাদিকুর রহমান সাকী, এ এইচ আরিফ, সৈয়দ রাসেল, সুমনকুমার দাশ, আনিস মাহমুদ, সজল ঘোষ, এসএম রফিকুল ইসলাম সুজন, মোস্তাফিজুর রহমান রোমান, রবি কিরণ সিংহ (মাই¯œাম রাজেশ), শংকর দাস, কাইয়ুম আল রনি, মো. ওলিউর রহমান, মো. নুরুল হক শিপু, আশরাফ চৌধুরী রাজু, মো. শাহীন আহমদ, শেখ মো. লুৎফুর রহমান, মো. সুলতান আহমদ, ইয়াহ্ইয়া মারুফ, রাশেদুল হোসেন সোয়েব, মো. একরাম হোসেন, রাহুল তালুকদার পাপ্পু, দিব্য জ্যোতি সী, মিঠু দাস জয়, মামুন হোসেন, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, আতিকুর রহমান নগরী, মৃণাল কান্তি দাস, মোখলেছুর রহমান, সোহাগ আহমদ প্রমুখ।

সিলেট সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সিনিয়র সাংবাদিক আজকের সিলেট’র সম্পাদক রেজওয়ান আহমদ বলেন, এই ঘটনা মুক্ত গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ। রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় আজ কারান্তরিণ হতে হয়েছে। স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা আজ জলাঞ্জলির পথে। দুর্নীতিবাজদের বিচার না করে একজন অনুসন্ধানী প্রতিবেদককে চুরির মামলা দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। তিনি বলেন, আমরা রোজিনার নিঃশর্ত মুক্তি চাই। পাশাপাশি মামলা প্রত্যাহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দিতে হবে।

এদিকে, সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে বিকাল ৪টায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সিলেট আহবায়ক কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জিটিভির সিলেট প্রতিনিধি ও বাংলাদেশে নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট শাখার আহবায়ক বিলকিস আক্তার সুমি, যুগ্ম আহ্বায়ক মনিকা ইসলাম, চ্যানেল আই ও সবুজ সিলেটের সিলেট প্রতিনিধি সুবর্না হামিদ, সিলেট টুডে টুয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি, দৈনিক সিলেট মিররে নিজস্ব প্রতিবেদক বুশরা নূর, দৈনিক সুদিনের সহ সম্পাদক ফাতেমা সুলতানা অন্যা, নিউইয়র্ক মেইলের স্টাফ রিপোর্টার অমিতা সিনহা প্রমুখ।

এই মানববন্ধনে একাত্মতা পূষন করেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদি, সাংবাদিক ফয়সল আহমেদ বাবলু, সাংবাদিক শেখ নাসির, সাংবাদিক সাদিকুর রহমান সাকি, সাংবাদিক ইউসুফ আলী, সুলতান সুমন, আজমল আলী, মিঠু দাশ জয়, মোস্তাফিজুর রহমান, রাহেল আহমেদ, মোজোম্মেল হোসেন, আশরাফ চৌধুরী রাজু, শফিকুল ইসলাম, শফি আহমদ প্রমুখ।

এছাড়াও সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ তাকে হেনেস্থাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে চৌহাট্টাস্থ সিলেট শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সিলেট সাংবাদিক ইউনিয়ন (এসইউজে)।

সিলেট সাংবাদিক ইউনিয়নের (এসইউজে) আহবায়ক লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও সাংবাদিক মতিউল বারী চৌধুরীর খুরশেদের পরিচালনায় অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিনিয়র সাংবাদিক ও সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়ছল আহমদ বাবলু, সাংবাদিক মোহাম্মদ মহসীন, শফিকুল ইসলাম শফি, নুরুল হক শিপু, ইউসুফ আলী, মোস্তাফিজুর রহমান রোমান।

এসময় উপস্থিত ছিলেন- প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, যমুনা টিভির সিনিয়র ক্যামেরাপারসন নিরানন্দ পাল, স্টাফ রিপোর্টার মাইদুল রাসেল, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইয়াহ্ইয়া মারুফ, সিলেট সান’র সুলতান সুমন, সিলেটভিউ২৪কম’র নিজস্ব প্রতিবেদক রাশেদুল ইসলাম শোয়েব প্রমুখ।

নবীগঞ্জ : বুধবার (১৯ মে) নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্নার পরিচালনায় নবীগঞ্জ ট্রাফিক পয়েন্ট মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে নবীগঞ্জ উপজেলা ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এম এ আহমদ আজাদ, মুরাদ আহমেদ, সাবেক সহ সভাপতি আশাহিদ আলী আশা, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, শলিল বরণ দাশ, সদস্য মোজাহিদ আলম চৌধুরী, নুরুজ্জামান ফারুকী, লানিং পয়েন্ট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক শেখ কায়ছার আহমেদ, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য, এস এম খলিলুর রহমান, সহ সভাপতি মোফাজ্জল হোসেন সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আলাল মিয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দিপু আহমেদ, সদস্য নাজমুল ইসলাম, নিরব তালুকদার, জাফর, সেলিম উদ্দিন, সাগর মিয়া প্রমুখ।

জগন্নাথপুর: জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যাগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেলে স্হানীয় পৌর পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের সভাপতিত্বে ও প্রথম আলোর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অমিত দেবের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা শ্রমিকলীগ আহ্বায়ক নুরুল হক, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল হাই, কার্যকরী পরিষদের সদস্য দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি আলী আহমদ, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, মাসুম আহমদ, উপজেলা যুবলীগ সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, রইছ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, বাংলাটিভির উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব, দৈনিক শ্যামল সিলেটের উপজেলা প্রতিনিধি গোলাম সারোয়ার, যায়যায়দিন প্রতিনিধি জুয়েল মিয়া, সিলেটটুডে জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি রেজুওয়ান কোরেশী, জাগো সিলেট ডটকম প্রতিনিধি কামরুল ইসলাম মাহী প্রমুখ।

কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ মানবন্ধন করেছেন।বুধবার (১৯ মে) দুপুর ১২টা উপজেলা চৌমুহনী চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদের সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার মানিক শিকদার ও মাসুমা লিসা, কবি শহীদ সাগ্নিক প্রমুখ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বড়লেখা : মানববন্ধন করেছে মৌলভীবাজারের বড়লেখা প্রেসক্লাব। বুধবার (১৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে বড়লেখা পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

এতে বড়লেখা প্রেসক্লাব সভাপতি সংবাদ প্রতিনিধি অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে ও ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি আইনজীবী গোপাল দত্ত, সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন ও সমাজসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব ইউকের বড়লেখা প্রতিনিধি নাজিম উদ্দিন, যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, কালের কণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, সকালের সময় প্রতিনিধি ময়নুল ইসলাম।

এসময় উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, একাত্তর কথা প্রতিনিধি আদিব মজিদ, মানবজমিন প্রতিনিধি এ.জে লাভলু, খোলা কাগজ ও সিলেটটুডে প্রতিনিধি রিপন দাস ও সোনালী খবর প্রতিনিধি মস্তুফা উদ্দিন, ফ্রিল্যান্সার তাওহিদ সারওয়ার মান্না, মুক্তিযোদ্ধা সন্তান শুভাশিষ দে শুভ্র, নাট্যকর্মী হানিফ পারভেজ, ব্যবসায়ী আব্দুল আজিজ, নিসচার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার : মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার প্রেসক্লাবের গনমাধ্যমকর্মীরা।

বুধবার (১৯ মে ) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত গনমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন। এই মানববন্ধনে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা, মৌলভীবাজার একাত্মা প্রকাশ করেছে।

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, প্রেসক্লাব সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমদ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, এস এম উমেদ আলী, সালেহ এলাহি কুটি, ইমজা সাধারণ সম্পাদক বকশী মিছবাহুর রহমান, প্রথমআলো নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু।

আরও সংবাদ

Close