শীর্ষ খবর

সাংবাদিকতা চালিয়ে যাব : কারামুক্ত রোজিনা

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের দুটি ও দণ্ডবিধির দুটি ধারায় করা মামলায় জামিনে মুক্তি পেয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম বলেছেন, তিনি সাংবাদিকতা অব্যাহত রাখবেন।

রোববার (২৩ মে) বিকেল ৪টার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন রোজিনা। গাড়িতে ওঠার আগে সাংবাদিকসহ শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

মুক্তির পর সাংবাদিকদের দেয়া প্রতিক্রিয়ায় রোজিনা বলেন, ‘সাংবাদিকতা চালিয়ে যাব। সাংবাদিকসহ যাঁরা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।’

এর আগে রোববার বেলা ১১টার দিকে রোজিনাকে অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবদুল্লাহ আল বাকি। আদালতে জামিন শুনানির সময় রোজিনা যেন বিদেশে যেতে না পারেন, সে অনুরোধ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এমন অনুরোধের পরিপ্রেক্ষিতে বিচারক রোজিনাকে পাঁচ হাজার টাকার বন্ডে মুচলেকা ও পাসপোর্ট জমা দেয়ার শর্তে জামিন দেন।

আরও সংবাদ

Close