আজকের সিলেটপ্রবাস
যুক্তরাজ্যের বাংলাদেশীদের জন্য ইস্টহ্যান্ডসের কোভিড সচেতনতামূলক ভিডিও
করোনা মোকাবেলায় কমিউনিটিতে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থ্যা ইস্টহ্যান্ডস। এরই ধারাবাহিকতায় কোভিড নাইন্টিনের বর্তমান অবস্থা, ভারতীয় ধরনের বিস্তার ও টিকা গ্রহণের জন্য উতসাহ দেয়ার জন্য একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে । ভিডিওটি ইস্টহ্যান্ডস ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজে দেয়া আছে।
ইস্টহ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, কোভিডে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলাদেশী কমিউনিটি। এর মূল কারন হচ্ছে আমাদের মানুষের কাছে কোভিডের ভয়াবহতার বার্তা সঠিকভাবে পৌছায়নি। এজন্য আমরা এই পরামর্শ প্রজেক্ট হাতে নিয়েছি। এই ভিডিওতে যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষেরা অংশ নিয়েছেন।
উল্লেখ্য, ইস্টহ্যান্ডস জাতীয় কোভিড লটারী ফান্ড নিয়ে কোভিড সচেতেনতায় কাজ করার জন্য মনোনীত হয়েছে। পরামর্শ প্রজেক্ট হিসেবে ইস্টহ্যান্ডস বাংলাদেশীদের করোনা বিষয়ক পরামর্শ প্রদান করছে। আর এই প্রকল্পে সহায়তা পাবে নিউহ্যাম ও টাওয়ার হ্যামলেটের ১০ হাজার বাংলাদেশী পরিবারের অন্তত ৪০ হাজার বাসিন্দা।
ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সংস্থা, মসজিদ, ক্লাব ইত্যাদির সাথে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কোভিডের বর্তমান অবস্থায় মোকাবেলায় কি করা উচিত সেটা সম্পর্কে সচেতেনতা করা হচ্ছে। এছাড়া টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যামের ঘরে ঘরে এ সম্বলিত তথ্য দিয়ে লিফলেট পাঠানো হচ্ছে। এছাড়া ১৬ পৃষ্টার একটি নিউজ লেটার প্রকাশনার কাজ চলছে যেটির মধ্যে দিয়ে কোভিড নাইন্টিনের বর্তমান বাস্তবতা, করণীয়, টিকা গ্রহণ ইত্যাদি সম্পর্কে নানা তথ্য দেয়া আছে। ইস্টহ্যান্ডসের নিচের ওয়েব সাইটের লিংকে ক্লিক করলে কোভিড সচেতনতা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
ইস্টহ্যান্ডসের ভিডিও লিংক :
নিচের ওয়েব সাইটের লিংকে কোভিড সংক্রান্ত সকল তথ্য দেয়া আছে :
https://www.easthands.org/effective-covid-communication-project/