শীর্ষ খবর

বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহণ : খুলবে দোকানপাট

কোরবানি ঈদ উপলক্ষে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া কঠোর লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী বৃহস্পতিবার ( ১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুরহাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (১২ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষধ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এ সময় বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠান তবে ভার্চুয়ালি চলবে সরকারি অফিস।

আগামী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি মনে খোলা থাকবে দোকানপাট ও শপিংমল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে ১ জুলাই থেকে ৭ সাত জুলাই পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। পরে গত ৬ জুলাই কঠোর লকডাউন আরো সাত দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

আরও সংবাদ

Close