শীর্ষ খবর
একদিনে সিলেটে রেকর্ড পরিমাণ মৃত্যু ও শনাক্ত
আগের সকল রেকর্ড ভেঙে সিলেটের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। সিলেট বিভাগের চার জেলায় একদিনে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনই সিলেট জেলার বাসিন্দা ও অপরজন মৌলভীবাজারের। একই সময়ে আরও ৬৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (১৮ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
হিমাংশ লাল রায় জানান, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ২২৫ জন, সুনামগঞ্জের ৯৮ জন, হবিগঞ্জের ১০৫ জন এবং মৌলভীবাজারের ১৮৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২৬ জন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠাদের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৬ হাজার ৪ শত ৭৩ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে নতুন ১২ জনের মৃত্যু নিয়ে সিলেট বিভাগের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭০ জনে। এরা সবাই করোনা পজিটিভ ছিলেন। যার মধ্যে সিলেটে ৪৫৮, সুনামগঞ্জে ৪২ জন, হবিগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ৪৩ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায় শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১১২ জন।
সব মিলে সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০৩৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ১৮৬১৫ জন, সুনামগঞ্জে ৩৬৫৪, হবিগঞ্জে ৩৭৬৪, মৌলভীবাজারে ৪৩০২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২৭০০ জনের করোনা শনাক্ত হয়।