শীর্ষ খবর

সিলেটে ৩ ঘন্টায় মারা যাচ্ছেন একজন : স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

প্রতিদিন করোনার সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হলেও মানুষের মধ্যে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। কোনো আতঙ্ক ও শঙ্কা ছাড়াই মানুষ অবাধে চলাচল করছেন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেলেন আরও ৭ জন। একই সময়ে রোগী শনাক্ত হয়েছেন ৪৮৬ জন। আর একই সময়ে শনাক্ত হয়েছেন ৪৮৬ জন। অথচ নগরীর অলিগলি, ফুটপাত, শপিংমল, হোটেল, কোরবানীর পশুর হাটসহ সর্বত্রই মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। কোথাও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে মাস্কও পরছেন না অধিকাংশ মানুষ। যেন স্বাস্থ্যবিধি না মানার উৎসব শুরু হয়েছে!

ঈদ উপলক্ষ্যে লকডাউন শিথিলের পর সিলেট নগরীতে জনসমাগম বেড়েছে সব জায়গায়। রোববার সিলেট নগরী ঘুরে দেখা যায়, ফুটপাতে ভাসমান দোকানে মানুষের ভিড়। শপিংমলগুলোতে ক্রেতার চাপ। রাস্তাগুলোতে পার্কিং করে রাখা গাড়ি ও লোকজনের জটলা। কিন্তু অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক নেই। কেউ কেউ মাস্ক পরলেও তা ঝুলিয়ে রেখেছেন থুতনিতে। ফুটপাতের দোকানিদের অধিকাংশই ক্রেতাদের সঙ্গে কথা বলছেন মাস্ক ছাড়া। অনেকেই কাছাকাছি দূরত্বে দাঁড়িয়ে মাস্ক না পরেই কথা বলছেন নিজেদের মধ্যে।

সোমবার (১৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন। তাদের ৬ জনই সিলেট জেলার ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
এ নিয়ে বিভাগে করোনায় মারা গেলেন মোট ৫৭৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৬৪ জন, সুনামগঞ্জে ৪২ জন, হবিগঞ্জে ২৭ জন, মৌলভীবাজারের ৪৪ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৪৮৬ জন করোনা আক্রান্ত রোগীর ২২০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ৪১ জন, হবিগঞ্জের ৫৭ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১০৭ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
অপরদিকে, সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ১১৭ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট ১৫, সুনামগঞ্জ ৪১, হবিগঞ্জ ৩৫ ও মৌলঈবাজার জেলায় ২৬ জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ১৩১ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (আরটি পিসিআর টেস্টে) আক্রান্ত শনাক্ত ৪৮৬ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ৫২১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৮৩৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৬৯৫ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৮২১ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৪০৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৭৬১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২২ জন, ৫ জন সুনামগঞ্জে, মৌলভীবাজারে ১১ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪৩ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩০৭ জন, সুনামগঞ্জে ৪৫ জন, হবিগঞ্জে ৬০ জন ও মৌলভীবাজারে ৩১ জন ভর্তি রয়েছেন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ১৩৪ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ২১ জন সুনামগঞ্জে, ৩১ জুন হবিগঞ্জে, ৪২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৫০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৬ হাজার ৭৫১ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৩০৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৭১ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ২৯১ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৬২ জন ও ওসমানী হাসপাতালে ১১৯ জন।

আরও সংবাদ

Close