সারা বাংলা

ট্রাম্পকে যে ওষুধ দেয়া হয়েছে আমাদের দেশে তার অভাব নাই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমেরিকায় করোনাভাইরাসের জন্য যে ওষুধ ব্যবহার করা হয়। আমাদের দেশে সে ওষুধের অভাব নাই। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে যে ওষুধ দেয়া হয়েছে, আমাদের দেশের রোগীকে আমরা সে ওষুধ দিয়েছি এবং সকলেই সেই ওষুধ পাচ্ছে।

ভ্যাকসিন নিয়ে অক্সফোর্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে। মার্কেটিংয়ের অনুমোদন পাওয়ার সাথে সাথে আমাদের দেশে ওই করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে আসা হবে। দেশের সকলেই পর্যায়ক্রমে ভ্যাকসিন পাবেন। দেশের স্বাস্থ্যসেবা ভালো আছে বলেই অন্যদেশের তুলনায় আমরা অনেক ভালো আছি।

উন্নত দেশে গড়ে যেখানে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ লোক করোনায় মারা যাচ্ছেন সেখানে আমাদের দেশে এখন গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ জন মারা যাচ্ছেন। একটি মৃত্যুও আমাদের কাম্য নয়।

শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্ণেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে আরটি-পিসিআর ল্যাব কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহামন শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, উপাধ্যক্ষ ডা: শিশির রঞ্জন দাশ ও প্রকল্প পরিচালক ডা: খান মোহাম্মদ আরিফ, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাক্তার ইমতিয়াজ আহমেদ, বিএমএ’র সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস, কর্ণেল মালেক মেডিক্যাল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এটিএম মাহমুদুল ইসলাম।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close