সারা বাংলা

নির্বাচন আমেরিকায় : ভূরিভোজ বরিশালে

জো বাইডেন বিজয়ের দ্বারপ্রান্তে তাই বরিশালে ২০০ জন মানুষের ভূরিভোজের আয়োজন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকায় ও বিজয়ের দোরগোড়ায় থাকায় বরিশালের গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী ও ওয়ালটনের আঞ্চলিক পরিবেশক মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজের মালিক মো. মেরাজ হোসেন খান (৫৪) স্থানীয় ব্যবসায়ী ও সুধীজনসহ ২০০ জনের জন্য গত বৃহস্পতিবার রাতে ভূড়িভোজের আয়োজন করেছেন।

আয়োজক মেরাজ হোসেন খান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন অপছন্দর লোক, সে বিশ্বের শান্তি বিনষ্ট করেছে। আমেরিকায় বিভিন্নভাবে দাঙ্গা ও হাঙ্গামার সৃষ্টি করেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করা উচিত। আমেরিকার ভোটাররা তাই করছে। নির্বাচনে জো বাইডেনের বিজয় অনেকটাই নিশ্চিত হওয়ায় আমি মনের আনন্দে বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীসহ সুধীজনদের জন্য ভোজের আয়োজন করেছি। এতে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ২০০ জনেরও বেশী সুধীজন উপস্থিত ছিলেন।

গৌরনদীর বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির জানান, ব্যবসায়ী মেরাজ হোসেন খান একজন ফুর্তিবাজ ও আমোদ পাগল মানুষ। সে বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীসহ সুধীজনের জন্য মাঝে মধ্যেই এ আয়োজন করে থাকেন। গৌরনদী আওয়ামীলীগের সদস্য মো. আলমগীর উকিল জানান, বাইডেনের বিজয়ে তার সমর্থক মেরাজ হোসেন খান উৎসব ও ভোজের আয়োজন করেছে। আমরা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি। একই কথা জানালেন সুপার মার্কেটের ব্যবসায়ী দীপক কুমার দাস, সুকণ্ঠ দাস, মো: নুরু সরদারসহ অনেকেই।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close