আজকের সিলেট

সিলেটে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২ জনের : শনাক্ত ৩৯

সিলেটে গত একদিনে প্রাণঘাতি করোনাভাইরাসে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৪৮ জন। যার মধ্যে ওসমানীতে ১১৫ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৫৭ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৮ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৬ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৩৭৭ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৭৮৩ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৪৭৬ জন। সুনামগঞ্জের ৬২২৮ জন, মৌলভীবাজারের ৮০৬২ জন ও হবিগঞ্জের ৬৬১১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

এছাড়াও সর্বশেষ চব্বিশ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩২ জন। আর বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯৩ জন করোনা রোগী ভর্তি আছেন।

আরও সংবাদ

Close