শীর্ষ খবর
নুরের উপর হামলার ফুটেজ উদ্ধারে পুলিশের সাহায্য চাইলেন ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে সহসভাপতি (ভিপি) নুরুল হকের কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনার সিসিটিভি উদ্ধারে পুলিশের সাহায্য চেয়েছেন উপাচার্য মো. আখতারুজ্জামান। ২৪ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এ কথা জানান তিনি।
এর আগে উপাচার্য মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দেন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
ক্যাম্পাসে সব সংগঠনের সহাবস্থানের নিশ্চয়তা ও ছাত্রলীগের বিতর্কিত ভূমিকার বিচার নিয়ে উপাচার্যকে প্রশ্ন করেন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এসব প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিতে পারেননি আখতারুজ্জামান। এ সময় ডাকসু ভবনের সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আমরা এ বিষয়ে পুলিশের সাহায্য চেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
উল্লেখ্য গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে সহসভাপতি (ভিপি) নুরুল হকের কক্ষে হামলা ও ভাঙচুর চালান ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এতে নুরুলসহ অন্তত ২৪ জন আহত হন।