আজকের সিলেট

১২ ঘন্টা পর চালু হলো ইন্টারনেট

হঠাৎ করেই মোবাইল সিমের ডাটা (ইন্টারনেট) বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিক বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। তখন থেকেই বার বার চেষ্টা করেও মোবাইল ফোনের গ্রাহকেরা দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারেননি।

অপারেটর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রয়েছে।

এক গ্রামীণফোন গ্রাহক জানান, আজ সকালে দেশের বাইরে থাকা ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য মোবাইলে ডাটা অন করে দেখি হচ্ছে না। পরে কয়েকবার ফোন রিস্টার্ট দিলেও ডাটা আসেনি।

আরেকজন গ্রাহক জানান, গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক কোন সিমের ডাটা চালু করেও ইন্টারনেট সংযোগ পাচ্ছি না।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়েছে। আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রতিটি অপারেটরের পক্ষ থেকে গ্রাহকদের ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছে, থ্রিজি ও ফোরজি সেবা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে।

পরে বিকাল ৫টার দিকে পুনরায় ইন্টারনেট

 

আরও সংবাদ

Close