শীর্ষ খবর

২৪ ঘন্টায় ৪৩ জনের মৃত্যু : শনাক্ত ১৭২৪

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮০২ জনে।

এই সময়ে ১৪ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৭২৪ জনের শরীরে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন।

নতুন করে ২ হাজার ৪৩৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন। মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও ৭ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৭ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৫ জন, সিলেটে ৪ জন, রংপুরে ২ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬০ বছরের ওপরে ৩২ জন রয়েছেন।

আরও সংবাদ

Close