আজকের সিলেট
সম্প্রসারিত চৌহাট্টা-বন্দর সড়কের উদ্বোধন করলেন দুই মন্ত্রী
সিলেট নগরীর চৌহাট্টা হতে বন্দরবাজার পর্যন্ত সড়ক সম্প্রসারণ, রোড ডিভাইডার, ফুটপাত নির্মাণ ও সড়কবাতি স্থাপনের কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটায় নগরীর চৌহাট্টা পয়েন্টে নামফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট এসে পৌঁছান। এসময় সিলেট সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।
সেখান থেকে তারা সিলেট সার্কিট হাউজে যান। এসময় তাদের বিশেষ সম্মান জানায় জেলা ও মহানগর পুলিশ।
সিলেটে এসে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের অংশ হিসেবে প্রথমেই উপশহরের মেন্দিবাগস্থ জেলা পরিষদ বিপণিবিতানের উদ্বোধন করেন দুই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।