আজকের সিলেট

সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৫৯ জনের : মৃত্যু ১

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের ৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৫১ জনে।  এর মধ্যে সিলেটে চার হাজার ৩৬৩, সুনামগঞ্জে এক হাজার ৫১২, হবিগঞ্জে এক হাজার ১৮৫ এবং মৌলভীবাজারে ৯৯১ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।  মৃত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।  এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৪৮ জন।  এর মধ্যে সিলেটে ১১০, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে তিন হাজার ৫২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেটের এক হাজার ৯০, সুনামগঞ্জে এক হাজার ১৪২, হবিগঞ্জে ৭১৯ এবং মৌলভীবাজারে ৫৭১ জন।  করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৭২ জন।  উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৮৬ রোগী।

আরও সংবাদ

Close