আজকের সিলেট

বিয়ানীবাজারে ট্রাক-সিএনজি অটোরিক্সা শ্রমিকদের সংঘর্ষ : আহত ৩৫

বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজারে ট্রাক ও অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যার সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের শেওলা এলাকায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষচলাকালে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিয়ানীবাজার পুলিশ।বর্তমানে থমথম পরিস্থিতি বিরাজ করছে। ফের সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

জানা গেছে, বিয়ানীবাজারগামী একজন সিএনজি অটোরিক্সা চালককে সঠিকভাবে গাড়ি চালানোর পরামর্শ দেন চারখাইগামী ট্রাক চালক কামাল হোসেন। এরপর সিএনজি অটোরিক্সা চালক ক্ষিপ্ত হয়ে মাঝ রাস্তায় গাড়ি রেখে রাস্তা বন্ধ করে দেন। এতে দুই চালকের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে, যা এক পর্যায়ে ধস্তাধস্তিতে রূপ নেয়। এমন সময় সিলেট থেকে ফেরার পথে কয়েকজন সিএনজি অটোরিকশা চালক ঘটনাটি দেখতে পেয়ে সেখানে নেমেই অটোরিক্সা চালকের পক্ষনেন। খবর পেয়ে ট্রাক চালকের পক্ষে দ্রুত সেখানে জড়ো হন একদল ট্রাক চালকও। এতে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ঘটনাস্থলের পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। পুলিশ উভয় পক্ষের সাথে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও সংবাদ

Close