শীর্ষ খবর

আরও কমবে তাপমাত্রা : আসছে শৈতপ্রবাহ

আগামী ১৭ ডিসেম্বর থেকে দেশজুড়ে সপ্তাহখানেক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর সঙ্গে বাড়তে পারে হিমেল বাতাস ও কুয়াশা।

শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আজ শুক্রবার নদী তীরবর্তী এলাকাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে। এ কারণে এসব এলাকার নৌযানকে সাবধানে চলাচল করতে সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেছেন, ‘১৭ বা ১৮ ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমবে। ওই সময় সপ্তাহখানেক দেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমেছে।’

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও এর আশপাশের এলাকা পর্যন্ত ছড়িয়েছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে।

আরও সংবাদ

Close