সিলেটের টুকরো খবর

স্কলার্সহোম ছাত্রের দুর্ঘটনা তদন্তের দাবিতে মানববন্ধন

স্কলার্সহোম স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ফাবিয়ানের দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার (২৩ জুন) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিশু কিশোর মেলা এ মানববন্ধনের আয়োজন করে। এসময়  চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার প্রতিষ্ঠানের বহনের দাবি জানান।

মানববন্ধনে বক্তরা বলেন, স্কুল হলো শিক্ষার্থীর সবচেয়ে নিরাপদ স্থান, অথচ সেই স্কুলেই ফাবিয়ানের দুর্ঘটনা সংগঠিত হলো। কিন্তু এখন পর্যন্ত এই ঘটনার কোন কারণ স্পষ্ট করা হচ্ছে না। আবার স্কুলের পক্ষে একটা তদন্ত কমিটি করা হয়েছে যা প্রশ্নবিদ্ধ । তাই বিচার বিভাগীয় তদন্ত দরকার। পাশাপাশি ফাবিয়ানের চিকিৎসার সম্পূর্ণ খরচও প্রতিষ্ঠানকে বহন করতে হবে।

শিশু কিশোর মেলা সিলেট জেলার সংগঠক তানজিনা বেগমের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী ) সিলেট জেলার সদস্য সুমান্ত সিনহা, নাগরিক মৈত্রীর সমর বিজয় সী, ফাবিয়ানের দাদা সৈয়দ ফয়সল আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার সংগঠক রুবাইয়াৎ আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, শেখ সামসুল আলম কাঞ্চন।

আরও সংবাদ

Close