আজকের সিলেট

সিলেটে আরও ৪০ জনের শরীরে করোনা শনাক্ত

সিলেটে আরও ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ২টি ল্যাবের পরীক্ষায় তাদের দেহে করোনা শনাক্ত হয়।  এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ১৬ জন, হবিগঞ্জের একজন ও সুনামগঞ্জ জেলার একজন রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

আর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ৯ জন, হবিগঞ্জের ৩ জন, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ৮ জন রোগী। এ তথ্য নিশ্চিত করেছেন শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৭৭১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৩৫ জন আর মারা গেছেন ২২০ জন।

আরও সংবাদ

Close