আন্তর্জাতিকশীর্ষ খবর
৭ দিনের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া : যুক্তরাষ্ট্র
ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। মিত্র দেশ বেলারুশের সঙ্গে চালাচ্ছে সামরিক মহড়া। ব্ল্যাক সিতে দেখা গেছে দেশটির নৌবাহিনীর শক্ত অবস্থান। ইউক্রেনকে কার্যত ঘিরে ফেলেছে রাশিয়া।
এমন পরিস্থিতিতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্য বলছে, ইউক্রেনে হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে রাশিয়া। হামলা চালানোর জন্য প্রয়োজনীয় সব যন্ত্রাংশ সীমান্তে জড়ো করেছে দেশটি। আকাশপথে কিয়েভ শহরে দ্রুত হামলা চালানোর আশঙ্কা আছে।
হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সংবাদমাধ্যমকে বলেছেন, ইউক্রেনে ‘যেকোনো সময়ে’ হামলা চালাতে পারে রাশিয়া। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ত্যাগের অনুরোধ করেছেন। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে বলেছেন কিয়েভের যুক্তরাষ্ট্র দূতাবাসে।
সুলিভান বলেন, ‘অবশ্যই আমরা ভবিষ্যৎ বলতে পারি না, আমরা জানি না কী ঘটতে পারে, কিন্তু বাস্তব ঝুঁকি এবং হুমকি থাকায় এটিই (ইউক্রেন ত্যাগ) সমীচীন।’